(ক) সীমানা : উত্তরে চাঁদপুর জেলার হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলা, পূর্বে রামগঞ্জ ও লক্ষ্মীপুর সদর উপজেলা, পশ্চিমে মেঘনানদী ও বরিশাল জেলার হিজলা উপজেলা এবং দক্ষিণে লক্ষ্মীপুর সদর উপজেলা।
(খ) আয়তন : ১৯৫.৯৮ বর্গ কিলোমিটার ।
(গ) অবস্থান : ২২.৫৩° এবং ২৩.০৪° উত্তর অক্ষাংশে ও ৯০.৩৮° এবং ৯০.৫০° দক্ষিনাংশে ।
(ঘ) ভূ-প্রকৃতি : অধিকাংশ সমতল ভূমি ।
(ঙ) উল্লেখযোগ্য নদী : মেঘনা ও ডাকাতিয়া নদী ।
(চ) বনাঞ্চল : বেড়ী বাঁধ বনায়ন ও সড়ক ও জনপথ নবায়ন সংযোগ সড়ক বনায়ন।
৩। জনতাত্ত্বিক তথ্য : (ক) জনসংখ্যা ৩,১৩,৬৫৯ জন
(খ) শিক্ষার হারঃ ৭০.৭%
(গ) প্রতিবন্ধিত্বের হারঃ ৬.৮%
সূত্রঃ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী
৪। পৌরসভা ও ইউনিয়নের সংখ্যা ও নাম:
পৌরসভা- ০১ টি ও ইউনিয়ন ১০টি।
ক্রম |
পৌরসভা/ইউনিয়ন এর নাম |
জনসংখ্যা |
আয়তন |
০১ |
রায়পুর পৌরসভা |
৩৯,৮০৯ জন |
১০.০২ বর্গ কিলোমিটার |
০২ |
১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন |
২৮,৯৭৩ জন |
১৩.৬৯ বর্গ কিলোমিটার |
০৩ |
২নং উত্তর চর বংশী ইউনিয়ন |
৪০,৬২৮ জন |
৪৮.৮৮ বর্গ কিলোমিটার |
০৪ |
৩নং চর মোহনা ইউনিয়ন |
২৭,৯৫৩ জন |
২৪.২২ বর্গ কিলোমিটার |
০৫ |
৪নং সোনাপুর ইউনিয়ন |
২৬,২০০ জন |
০৯.৩৪ বর্গ কিলোমিটার |
০৬ |
৫নং চরপাতা ইউনিয়ন |
১৬,৩৬৬ জন |
০৭.৮৩ বর্গ কিলোমিটার |
০৭ |
৬নং কেরোয়া ইউনিয়ন |
৩৩,৯৭৪ জন |
১৬.৭৫ বর্গ কিলোমিটার |
০৮ |
৭নং বামনী ইউনিয়ন |
২৮,৮২২ জন |
১৩.৯৮ বর্গ কিলোমিটার |
০৯ |
৮নং দক্ষিণ চর বংশী ইউনিয়ন |
৩৩,২০৬ জন |
২৮.২৮ বর্গ কিলোমিটার |
১০ |
৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন |
২৬,৬০১ জন |
১৬.৩০ বর্গ কিলোমিটার |
১১ |
১০নং রায়পুর ইউনিয়ন |
১১,১২৭ জন |
০৬.৬৭ বর্গ কিলোমিটার |
সূত্রঃ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী
৫। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাঃ
(ক) কলেজ: (১) সরকারী -১টি, (২) বেসরকারী -৪টি, (৩) স্কুল ও কলেজ (যৌথ)-১টি।
(খ) উচ্চ বিদ্যালয় -৩২ টি, মাদ্রাসা - ২২টি ।
(গ) প্রাথমিক বিদ্যালয়ঃ (১) সরকারী- ১২১ টি, (২) বেসরকারী- ২১ টি, (৩) কিন্ডার গাটেন- ৬৫ টি, (৪) উপ আনুষ্ঠানিক স্কুল -৭৯ টি, (৫) এনজিও স্কুল- ০৪ টি ।
৬। আর্থিক প্রতিষ্ঠান : (ক) ব্যাংক -১৮ টি, (খ) বীমা -০৭ টি, (গ) মাল্টি পারপাস - ০৪ টি।
৭। ধর্মীয় প্রতিষ্ঠান : (ক) মসজিদ -৫৫০ টি, (খ) মন্দির -২০ টি, (গ) গীর্জা- নাই, (ঘ) এতিমখানা -০৭ টি ।
৮। প্রবাসীদেস সংখ্যা : নাই।
৯। বিশিষ্ট ব্যক্তিত্ব : (ক) মাননীয় সংসদ সদস্যবর্গঃ ১ম- জনাব মোহাম্মদ উল্যা, ২য়- এ্যাডভোকেট ইসমাইল হোসেন, ৩য়- জনাব মোঃ খোরশেদ আলম চৌধুরী, ৪র্থ ও ৫ম জনাব মোহাম্মদ উল্যা, ৬ষ্ঠ- ১৫ ফেব্রুয়ারী/৯৬ জনাব আবুল খায়ের ভূঁইয়া, ৭ম- বেগম খালেদা জিয়া, উপ-নির্বাচনে জনাব হারুন-অর রশিদ, ৮ম- বেগম খালেদা জিয়া, উপ-নির্বাচনে জনাব আবুল খায়ের ভূঁইয়া, ৯ম- জনাব আবুল খায়ের ভূঁইয়া ।
১০। বর্তমান মাননীয় সংসদ সদস্যঃ অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-২ (সদর ও রায়পুর)
১১। বর্তমান উপজেলা পরিষদ
(ক) বর্তমান উপজেলা চেয়ারম্যানঃ অধ্যক্ষ মামুনুর রশিদ
(খ) বর্তমান ভাইস চেয়ারম্যান বৃন্দঃ (১) অ্যাডভোকেট এ.বি.এম বারাকাত বিন জাকারিয়া (মারুফ) (২) হাজী মাজেদা বেগম
১২। বর্তমান মেয়রঃ জনাব মোঃ গিয়াস উদ্দীন রুবেল ভাট
১৩। ঐতিহাসিক স্থান : (১) মৎস্য প্রজণণ ও প্রশিক্ষণ কেন্দ্র (২) হাজী মারা সুইচ গেইট (৩) জ্বীনের মসজিদ ।
১৪। যোগাযোগ ব্যবস্থা :
(১) পাকা সড়ক- ৩২০.১১ কিঃ মিঃ
(২) আধা পাকা সড়ক- ৩১.৬৭ কিঃ মিঃ
(৩) কাঁচা সড়ক- ১১৫৪.২৬ কিঃমিঃ,
(৪) বাঁধের উপর সড়ক - ২৩.২৩ কিঃ মিঃ,
(৫) ব্রীজ- ১০ টি
(৬) বেইলী ব্রীজ- ০১ টি
(৭) কালভাট- ৫০৮ টি
তথ্যসূত্রঃ http://raipur.lakshmipur.gov.bd/
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS